সারাদেশ

কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণসভা ও নতুন কমিটি ঘোষণা

Sayeduzzaman shad   কুড়িগ্রাম

২৩ জুন ২০২৪


কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণসভা ও নতুন কমিটি ঘোষণা
কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণসভা ও নতুন কমিটি ঘোষণা | ছবি: Sayeduzzaman Shad (News Editor)

কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা বিভিন্ন আনুষ্ঠানিকতা হাসপাতাল প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২৫ইং সালের নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ, সমিতির মহাসচিব ও পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিরদৌলাসহ ডায়াবেটিক সমিতির সম্মানিত দাতাসদস্য, আজীবন সদস্য ও সম্মানীত পৃষ্ঠপোষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি এবং সর্বাত্মক সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে তার বক্তব্যে ডায়াবেটিক হাসপাতালের ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানে সকলকে সাথে নিয়ে এই সংকট থেকে উত্তরণের অঙ্গিকার ব্যক্ত করেন এবং হাসপাতালের উন্নয়নকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন মহোদয় স্ব-স্ব অবস্থান থেকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন। সম্মানিত দাতা ও আজীবন সদস্যবৃন্দ পুনরায় অর্থ সহায়তা করার মাধ্যমে ডায়াবেটিক ও অন্যান্য রোগীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিকায়নের আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রাজু বকসী, বীর মুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালামকে সভাপতি ও মোঃ কাজিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করেন। সভা সঞ্চালনা করেন সমিতির আজীবন সদস্য শামীমা আখতার জেমিন ও দুলাল বোস।

80