রাজনীতি

সবকিছুর জবাব নিয়ে ছাড়ব: ছাত্রলীগ সভাপতি

Sayeduzzaman shad   আন্তর্জাতিক

১৭ জুলাই ২০২৪


সবকিছুর জবাব নিয়ে ছাড়ব: ছাত্রলীগ সভাপতি
সবকিছুর জবাব নিয়ে ছাড়ব: ছাত্রলীগ সভাপতি | ছবি: Sayeduzzaman Shad (News Editor)

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, সবকিছু মনে রাখা হবে, সবকিছুর জবাব নিয়ে ছাড়ব। আন্দোলন যাবে আন্দোলন আসবে ছাত্রলীগ আছে, থাকবে। যেকোনো যৌক্তিক দাবি আমরা সমর্থন করি। সবার অধিকারের জন্য এই ছাত্রলীগ যুগে যুগে জীবন দিয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, যারা কোটা আন্দোলন করেছে তার বলেছে যদি ১৮ সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয় তবে তারা সরে আসবে। প্রজ্ঞাপণ পুনর্বহাল হয়েছে তারা কি সরে এসছে? যখন প্রজ্ঞাপন পুনর্বহাল হলো তখন তারা কমিশন কমিশন নাটক শুরু হলো। তারা জরুরি ভিত্তিতে হাস্যকর সংসদ বসাতে বলে।প্রশ্ন রেখে তিনি বলেন, তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে জানেন না? আইন বিভাগ বিচার বিভাগ সম্পর্কে অবগত নয়? তারা আজকে কোটা আন্দোলনের নামে অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি করলো। এই রাজাকারের প্রেতাত্মারা আজ কোথায় নিয়ে গেছে এই আন্দোলন। তবুও ছাত্রলীগ বরাবরের মতো দায়িত্বশীল আচরণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সুরে সুর মিলিয়ে যৌক্তিক সংস্কার চেয়েছে। একইসঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জিবীত ছিল। এ সময় তিনি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান করেন।

51